৫ই ডিসেম্বর নতুন ফোন নকিয়া ৮.১
বিশ্ব বিখ্যাত টেক জায়ান্ট প্রতিষ্ঠান নকিয়া নতুন স্মার্টফোন উন্মোচন করবে। ৫ই ডিসেম্বর দুবাইতে উন্মোচিত হবে একাধিক নোচযুক্ত ও নোচহীন স্মার্টফোন।
এই বছরে একের পর এক নতুন ফোন বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বছর শেষে উন্মোচিত হতে যাচ্ছে নকিয়ার নতুন ৩টি স্মার্টফোন। ধারণা করা হচ্ছে এর ২টি থাকবে অল্প পরিমাণে নচ এবং অন্যটিতে থাকছে না কোনো নচ।
তবে বিভিন্ন গুজব থেকে জানা যাচ্ছে, নকিয়া ৮.১ ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এইগুলো এখন কোনো নিশ্চিত তথ্য নয়।
এটি নিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা কি আনতে যাচ্ছি তা নিয়ে ধারণা না করে ৫ই ডিসেম্বর দুবাইয়ের ইভেন্টের দিকে নজর রাখুন। দেখতে পাবেন। (গুজবে কান দিবেন না😜)
এখন অপেক্ষা নকিয়ার ৫ই ডিসেম্বরের দুবাইয়ের ইভেন্টের। আশা করি নতুন কোনো চমক হয়তো নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।