সর্বশেষ টেক নিউজমোবাইল-ম্যানিয়া

যা থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস এ!

দক্ষিণ কোরিয়াণ প্রতিষ্ঠান স্যামসাং উন্মোচন করতে যাচ্ছে নতুন স্মার্টফোন এ৮এস। তবে তা উন্মোচনের আগেই জানা গেলো এর কনফিগারেশন এবং ছবি। এতে ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

ফোন বিষয়ক সার্টিফিকেশন ওয়েবসাইট টিনাতে এই ফোনের তথ্য ফাঁস করেছে। এ থেকে জানা যায়, এতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল।

এর প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগণ ৭১০ ব্যবহার করা হয়েছে। এটি ৬ ও ৮ জিবি র‍্যামের ২টি সংস্করণে বাজারে পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।

যা থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস এ! 2

ছবি তোলার জন্য ফোনটির পেছনে ২৪, ৫ এবং ১০ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

যা থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস এ! 3
সেলফি ক্যামেরা

গ্যালাক্সি এ৮এস ফোনটিতে ৩ হাজার ৩০০ মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৮.১ ওরিও।

স্যামসাং গ্যালাক্সি এ৮এস ১০ ডিসেম্বর উন্মোচন করা হবে। তো চোখ রাখুন উন্মোচন অনুষ্ঠানে এবং টেকমাস্টার ব্লগের পাতায়।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।