সর্বশেষ টেক নিউজ

মিডিয়াটেকের ফাইভজি চিপসেট

কোয়ালকমের পর ফাইভজি চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। এটির মডেল হলো হেলিও এম৭০। এতে ৫ জিবিপিএস স্পিডে ডাটা ট্রান্সফার করা যাবে। 

এই চিপসেটটি ব্যবহার করতে পারে হুয়াওয়ে, নকিয়ার মতো বড় বড় কোম্পানি। ফলে কম খরচে ক্রেতারা পাবে ফাইভজির স্বাদ।

স্ট্যান্ডঅ্যালন আর্কিটেকচার, নন-স্ট্যান্ডঅ্যালন আর্কিটেকচার, ৬গিগাহার্টজ এর কম তরঙ্গদৈর্ঘ্য, হাই পাওয়ার ইউজার ইকুইপমেন্টে এটি সাপোর্ট করবে। এর আকৃতি ছোট। এতে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

যদি ফাইভজি নেটওয়ার্ক না থাকে তাহলে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।

তবে মিডিয়াটেক এখনো জানায়নি কবে নাগাদ তা বাজারে আসবে। ধারণা করা যায় আগামী বছরেই বাজারে আসবে। কোন স্মার্টফোনের মাধ্যমে আসবে তাও জানা যায়নি।

আগামী বছর থেকে বিভিন্ন কোম্পানির ফাইভজি স্মার্টফোন বাজারে আসা শুরু হবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়!

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।