গেমস

পাবজি’র ম্যাপ ভিকেন্ডি আসছে ২০ ডিসেম্বর

জনপ্রিয় গেমস পাবজি মোবাইলের নতুন ম্যাপ ভিকেন্ডি আসছে আগামী ২০ ডিসেম্বর। ৬ কিমি * ৬ কিমি ভিকেন্ডি ম্যাপটিতে বরফের মধ্যে খেলা যাবে। সারা বিশ্বের পাবজি মোবাইল প্রেমীরা অপেক্ষায় আছে নতুন ম্যাপটির।

এর আগে পাবজি মোবাইলের বেটা ভার্সন ব্যবহারকারীরা আজ থেকেই নতুন ম্যাপটিতে খেলতে পারবেন। আর অন্যান্য ব্যবহারকারীদের জন্য ২০ ডিসেম্বর ভোর ৬ টায় ম্যাপটি আসবে।

নতুন এই ম্যাপটিতে বরফের মধ্যে চালানো যায় এমন একাধিক গাড়ি যোগ করা হয়েছে। এছাড়া ক্রস সার্ভার ম্যাচমেচিং সুবিধা রয়েছে। এটি চালু থাকলে একই সাথে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সাথেও খেলা যাবে।

পাবজি'র ম্যাপ ভিকেন্ডি আসছে ২০ ডিসেম্বর 2
ছবিঃ ভিকেন্ডি ম্যাপ

নতুন এই আপডেটে আরবি ভাষা যোগ করা হয়েছে। এছাড়া আরো অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এখন অপেক্ষা ২০ ডিসেম্বরের।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।