মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

স্যামসাং গ্যালাক্সি এম২০’র তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়াণ টেক জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন গ্যালাক্সি এম২০। সাশ্রয়ী দামের এই স্মার্টফোনটি উন্মোচনের আগেই অনলাইনে ডিভাইসটি নিয়ে অনেক তথ্য ফাঁস হয়েছে। 

ফ্ল্যাগশিপ বাজারে স্যামসাং এর অবস্থান অনেক ভালো কিন্তু সেই তুলনায় সাশ্রয়ী দামের স্মার্টফোনের বাজারে অবস্থান এতো বেশি ভালো না। এই বাজারে তাদের অনেক প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। তাই সাশ্রয়ী দামে স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে থাকছে আইপিএস ৬ ইঞ্চি ডিসপ্লে। এতে থাকছে ওয়াটার ড্রপ নচ। তা একদম ছোট আকৃতির। ফোনটিতে থাকছে ৩ জিবি র‍্যাম এবং প্রসেসর হিসেবে থাকছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ৭৮৮৫।

স্যামসাং গ্যালাক্সি এম২০'র তথ্য ফাঁস 2
ছবিঃ স্যামসাং গ্যালাক্সি এম২০

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নতুন বছরের শুরুতে ডিভাইসটি উন্মোচিত হতে পারে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।