প্রযুক্তি-বাজার

আসুসের নতুন ৩ জেনবুক ল্যাপটপ সিরিজ

তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে নতুন ৩টি ল্যাপটপ উন্মোচন করেছে। এদের মডেলগুলো হলো জেনবুক ১৪, জেনবুক ১৫ এবং জেনবুক ফ্লিপ ১৪। 

আসুসের নতুন ৩টি ল্যাপটপেই ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। জেনবুক সিরিজের ল্যাপটপে ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ অষ্টম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। জেনবুক ১৪ ও ১৫ মডেলে এনভিডিয়া জিফোরস জিটিএক্স ১০৫০ ম্যাক্সকিউ এবং জেনবুক ফ্লিপ ১৪ তে এমএক্স১৫০ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। ৩টি ল্যাপটপে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা হয়েছে।

আসুসের নতুন ৩ জেনবুক ল্যাপটপ সিরিজ 2
ছবিঃ আসুস জেনবুক ফ্লিপ ১৪

জেনবুক ১৪ ও ১৫ তে ত্রিমাত্রিক চেহারা শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত চেহারা শনাক্ত করা সম্ভব।

আসুসের নতুন ৩ জেনবুক ল্যাপটপ সিরিজ 3
ছবিঃ আসুস জেনবুক ১৪

আসুস জেনবুক ফ্লিপ ১৪ তে ন্যানোএজ টাচ স্ক্রিন রয়েছে। এর ওজন ১.৪ কেজি। এছাড়া জেনবুক ১৪ ও ১৫ এর ওজন ১.৯ কেজি।

আসুসের নতুন ৩ জেনবুক ল্যাপটপ সিরিজ 4
ছবিঃ আসুস জেনবুক ১৫

আসুসের এই ল্যাপটপগুলোতে ১৩ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। জেনবুক ১৪ ও ১৫ এর মূল্য ৮৬ হাজার টাকা থেকে শুরু। আর জেনবুক ফ্লিপ ১৪ এর মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৭ হাজার টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।