কত সময় ব্যায় করছেন ফেসবুকে!
বাড়াবাড়ি কোন কিছুতেই ঠিক নয়। আর মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ন স্থান দখল করে নিয়েছে। এর মাঝে ইউটিউব ফেসবুক অন্যতম। ইউটিবের টাইম ওয়াচড ফিচারের পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ফিচার ‘ইউর টাইম অন ফেসবুক’। এর মাধ্যমে ফেসবুকে কাটানো সময়ের হিসেব দেখতে পারবেন সহজেই।
কি এই ‘ ইউর টাইম অন ফেসবুক’
এই ফিচারটির আপনার প্রতিদিন কত সময় ব্যায় করছেন এই অ্যাপ এ তা দেখতে সাহায্য করবে। এবং যখন অতিরিক্ত ব্যবহার হবে তখন চাইলেই তা নিম্নমূখী করতে পারবেন। যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে।
যেভাবে ইউজ করবেন ইউর টাইম অন ফেসবুক টুলসটিঃ
# ডানের মেন্যু বার থেকে সেটিং ও প্রাইভেসি এ ক্লিক করুন
# ৩ নং অপশন এই পাবেন কাংখিত ফিচারটি, চাপ দিন
নতুন এপিয়ারস এ এভারেজ টাইম স্পেন্ড ও সারা সপ্তাহের চার্ট দেখা যাবে
এছাড়াও প্রতিদিন কত সময় ব্যায় করতে চান তার রিমাইন্ডার ও সেট করতে পারবেন।
যা নেই / ঘাটতি, এই ফিচারে
ওয়েব ভার্শন, মোবাইল কিংবা আরো কোন ডিভাইসে ইউজ করলে সেটা ট্র্যাকেবল নয়
অ্যাপ লিমিটেশন চাইলেই রিমাইন্ডার / লিমিট শেষে ইউজেজ অফ করে দিতে পারেনা।