মোবাইল-ম্যানিয়া

যা থাকছে শাওমি রেডমি গো ফোনে!

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড গো প্রোগ্রামের অধীনে নতুন একটি স্মার্টফোন আনতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড গো সাথে নামে মিল রেখে ডিভাইসটির নাম রাখা হয়েছে রেডমি গো। সাশ্রয়ী মূল্য বাজারে আসবে ফোনটি। 

ফোনটি নিয়ে শাওমি কিছু না জানালেও সিঙ্গাপুরের তথ্য যোগাযোগ মাধ্যম আইএমডিএ থেকে ডিভাইসটির তথ্য পাওয়া গেছে।

ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ডিসপ্লে। এর পুরুত্ব ১৪১*৭১ মিলিমিটার। এতে ১ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। এতে এন্ট্রি লেভেলের প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে।

ছবি তোলার জন্য পেছনে একটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা রয়েছে। তবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফোনটির ওজন ১৫০ গ্রাম।

রেডমি গো অপারেটিং সিস্টেম হিসবে অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিসন ব্যবহার করা হবে। অ্যান্ড্রয়েড গো চালিত স্মার্টফোনের মূল্য সাধারণত কম হয়ে থাকে। সাশ্রয়ী দামের মধ্যে পাওয়া যায়। এর মূল্য ধরা হতে পারে ৮ হাজার ৩০০ টাকার কম।

বিস্তারিত সকল তথ্য জানার জন্য উন্মোচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।