টিপস/ট্রিক্সসোশ্যাল মিডিয়া

কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন?

পৃথিবীতে প্রায়ই সকল মানুষই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে থাকে। আমরা প্রতিদিন অনেকটা সময় ফেসবুকে ব্যয় করে থাকি। ফেসবুকে অনেক সময় আমরা অনিরাপদ অনুভব করি। তখন আমরা আইডি ডিঅ্যাকটিভ করে দেয় অথবা অনেকে চায় আইডি চিরতরে ডিলেট করতে। 

ফেসবুক আইডি ডিলেট করার আগে অবশ্যই আইডির সকল ডাটা ডাউনলোড করে নিবেন। যেভাবে আইডির ডাটা ডাউনলোড করবেনঃ

১। সেটিং এ যান।

২। জেনারেল ট্যাব থেকে Download a copy তে ক্লিক করে ডাটা ডাউনলোড করে নিন।

৩। Start My Archive এ ক্লিক করুণ। 

কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন? 2

৪। ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুণ।

এরপর ফেসবুক আপনার সকল ডাটা একত্রিত্র করে। আপনার ইমেইলে লিংক পাঠিয়ে দিবে।

পিসি দিয়ে যেভাবে ফেসবুক আইডি ডিলেট করবেন?

অনেক মানুষই জানে না কিভাবে ফেসবুক আইডি ডিলেট করতে হয়। নিচের ধাপগুলো অনুসরণ করে আইডি ডিলেট করুণঃ

১। এখানে ক্লিক করুণ পিসিতে হলে ক্লিক করে সরাসরি ডিলেট পেইজে চলে যাবেন।

কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন? 3

২। এরপর Delete Account এ ক্লিক করুণ।

৩। এরপর যা যা আসে তা নিজের মতো করে করুণ। কারণ আমি এখনো ফেসবুকের উপর বিরক্ত না তাই ডিলেট করতে চাই না😉।

মোবাইল দিয়ে যেভাবে ডিলেট করবেন?

১। সেটিং এ গিয়ে নিচের দিকে ছবিতে উল্লেখ করা অপশনটি পাবেন। তাতে ক্লিক করুণ।

কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন? 4

২। এরপর সেখানে নিচের ছবিতে উল্লেখিত অপশনটি পাবেন। তাতে ক্লিক করুণ।

কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন? 5

৩। এরপর ডিঅ্যাকটিভ এবং ডিলেটের অপশন আসবে। আপনি ডিলেট অপশন সিলেক্ট করে তা সাবমিট করে দিবেন। কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন? 6

ফেসবুক থেকে ১৫ দিনের মধ্যেই আপনার আইডি চিরতরে ডিলেট হয়ে যাবে। তাই ডিলেট করার আগে অবশ্যই ভেবে চিন্তে নিবেন। আর অবশ্যই ডাটা ডাউনলোড করে নিবেন।

 

আশা করি সবার ভালো লেগেছে। প্রযুক্তির দুনিয়ার সকল খবর এবং টিপস-ট্রিক্স জানতে টেকমাস্টার ব্লগের সাথেই থাকুন।

ধন্যবাদ।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

One thought on “কিভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলেট করবেন?

  • Thanks for this information. I was searching about this at goolge thank you very much. This is helpfull article.

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।