গুগল ডুও: প্লেস্টোরে ১ বিলিয়ন ডাউনলোড
টেক জায়ান্ট গুগলের অ্যাপ গুগল ডুও প্লে স্টোরে ১ বিলিয়ন ডাউনলোড হয়েছে। ২ বছর বয়সী এই অ্যাপ ১ বিলিয়নের বেশি ডাউনলোড হলেও আপনি কি কখনো এই অ্যাপ ব্যবহার করে ভিডিও কলে কথা বলেছেন? তবে এতো ডাউনলোড হওয়ার পেছনে রয়েছে অন্য একটি কাহিনী।
এর পেছনে সব থেকে বড় কারণ হলো এটি গুগলের অ্যাপ হওয়ায় নতুন যে সকল মোবাইল বাজারে আসছে সেইগুলোতে আগেই ডাউনলোড হয়ে থাকে। নতুন ফোন যখন কিনবেন তখন দেখবেন যে গুগলের কিছু অ্যাপ থাকে তার মধ্যে গুগল ডুও একটি। মানুষের কাছে এই অ্যাপটি এতোটা জনপ্রিয়তা না পেলেও এইভাবে তা ১ বিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে।
গুগল ডুও অ্যাপটি ২০১৬ সালের ১৬ আগস্টে উন্মুক্ত হয়। এই বছর মে মাসে তা ৫০০ মিলিয়ন ডাউনলোড হয়। এরপর বাকি ৬ মাসে আরো ৫০০ মিলিয়ন বার ডাউনলোড হয়।
গুগল বলবে কি হিংসে হয় আমার মতো হতে চাও? 😂😂😜😜