৩ ক্যামেরার হুয়াওয়ে পি৩০
চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন হুয়াওয়ে পি৩০। হুয়াওয়ে পি২০ তে একাধিক ক্যামেরা সেন্সর ব্যবহার করে হুয়াওয়ে স্মার্টফোন দুনিয়ায় নতুন ট্রেন্ড চালু করেছিলো। আর সেই ধারা ধরে বাজারে আসতে যাচ্ছে হুয়াওয়ে পি৩০ এবং পি৩০ প্রো।
হুয়াওয়ে পি৩০ প্রো তে ৪টি রেয়ার ক্যামেরা ব্যবহার করা হবে। এতে থাকছে ৪টি ক্যামেরা সেন্সর। কিন্তু হুয়াওয়ে পি৩০ তে কি থাকছে তার ব্যাপারে জানা যায়নি। তবে একটি রিপোর্ট থেকে জানা যায়, হুয়াওয়ে পি৩০ এর পেছনে ৩টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।
হুয়াওয়ে পি২০ প্রো এবং মেইট ২০ প্রোর মতো হুয়াওয়ে পি৩০ তে থ্রিপল ক্যামেরা সেটআপে মূল ক্যামেরা সেন্সর সর্বোচ্চ ৪০ মেগাপিক্সেল রেজুলেশন সাপোর্ট করে। ছবির কোনো ক্ষতি ছাড়া তা দিয়ে ৫গুণ বেশী জুম করা যাবে। অন্য আরেকটি ক্যামেরাতে টেলেফটো লেন্স ব্যবহার করা হয়েছে।
সেলফি তোলার জন্য এতে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আশা করি এতে এআই সমর্থন থাকবে।
nice mobile huawei