নতুন রঙে হুয়াওয়ে নোভা 3i
হুয়াওয়ে নোভা থ্রি আই বাজারে পার্ল হোয়াইট রঙে বাজারে নিয়ে আসছে। এর ফলে ব্যবহারকারীরা নতুন রঙে ডিভাইসটি পাবে এবং নিজের পছন্দের রঙ খুঁজে পেতে সুবিধা হবে।
হুয়াওয়ে নোভা থ্রি আই ৬.৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর প্রসেসর হিসেবে থাকছে কিরিন ৭১০ চিপসেট। যাতে আছে বিল্ট-ইন এআই ফিচার।
এতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
হুয়াওয়ে নোভা থ্রি আই আগেই বাজারে আইরিশ পার্পেল এবং কালো রঙে এসেছিলো। এখন শুধুমাত্র পার্ল হোয়াইট রঙ যুক্ত করা হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।