প্রতিবেদন

চীনে ১৯৫ গিগাপিক্সেলের ছবি

চীনের টেকনোলজি প্রতিষ্ঠান বিগ পিক্সেল ১৯৫ গিগাপিক্সেলের একটি ছবি তৈরী করেছে। ছবিটিকে যতই জুম করুণ না কেন তাতে কোনো ফাটল বা ব্লার দেখতে পাবেন না। 

এই ছবিটি দিয়ে বুঝতে পারবেন ছবির জন্য পিক্সেল কত বেশি গুরুত্বপূর্ণ। ছবিতে পিক্সেলের পরিমাণ যত বেশি হবে ছবি তো বেশি স্পষ্ট সুন্দর হবে।

আমরা হয়তো জানি ১ মেগাপিক্সেল সমান ১০ লক্ষ পিক্সেল আর ১ গিগাপিক্সেল মানে ১ বিলিয়ন পিক্সেল। তার মানে ১৯৫ গিগাপিক্সেল সমান ১৯৫ বিলিয়ন পিক্সেল।

এই একটি ছবি তোলার জন্য বিগ পিক্সেল কোম্পানির কয়েক মাস সময় লেগেছে। এই ছবিটি অনেকগুলো ছবিকে একসাথে ইমেজ স্টিচিং প্রযুক্তি ব্যবহার করে তৈরী করা হয়েছে। ছবিগুলো তোলা হয়েছে সাংহাইয়ের ওরিয়েন্টাল পার্ল টাওয়ার থেকে।

চীনে ১৯৫ গিগাপিক্সেলের ছবি 2
ছবিঃ সর্বোচ্চ জুম করার পর

এই ছবিতে সকল কিছু খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমনকি এডিটিং সফটওয়্যার দিয়ে কাঁটা-ছেঁড়া করলেও ছবির কোনো ক্ষতি হবে না। এই ছবিতে আশেপাশের সকল কিছুই ফুঁটে উঠেছে।

এই ছবিটি ডিএসএলআর থেকে ২ হাজার গুণ বেশি উন্নত। এটি বিশ্বের ৩য় বৃহত্তম ছবি আর এশিয়াতে প্রথম।

এখানে ক্লিক করে ছবিটি দেখে নিতে পারেন। যত ইচ্ছে জুম করে দেখতে পারেন।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।