সর্বশেষ টেক নিউজ

আইবিএমের জন্য চিপ বানাবে স্যামসাং

মার্কিন জায়ান্ট আইবিএমের জন্য সিপিইউ চিপ তৈরী করবে আরেক জায়ান্ট স্যামসাং। ৭ ন্যানোমিটার আকৃতির এই চিপ বানানোর কাজ শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠান দুটি মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিংয়ের জন্য নতুন ডিজাইনের চিপ তৈরী করছে। 

এই বিষয়ে চীনের ইয়োনহাপ নিউজ জানিয়েছে, আইবিএম জেড এবং লিনাক্সওয়ান উচ্চ ক্ষমতার কম্পিউটিং সিস্টেমের জন্য ৭ ন্যানোমিটারের চিপ স্যামসাং তৈরী করবে।

গত ১৫ বছর ধরে একসাথে কাজ করা প্রতিষ্ঠান দুটি অনেক নতুন নতুন প্রযুক্তি সামনে নিয়ে এসেছে। এর ফলে তাদের মাঝে কৌশলগত সহযোগিতা ও গবেষণা বাড়ছে।

এই বিষয়ে আইবিএম জানিয়েছে, এই চুক্তির ফলে স্যামসাং তাদের সেমিকন্ডাক্টর ব্যবসা আরো শক্তিশালী করবে। কারণ তারা আমাদের সিপিইউয়ের জন্য উচ্চ ক্ষমতার চিপ বানাবে।

এছাড়া স্যামসাং আগামী বছরের ফেব্রুয়ারীতে ইএভি প্রযুক্তির চিপ তৈরী করা শুরু করবে। এর ফলে প্রযুক্তির দুনিয়ায় যুগান্তকারী পরিবর্তণ আসবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।