প্রতিবেদন

ফের চালু ৩জি/৪জি

প্রায়ই ৩৭ ঘণ্টা বন্ধের পর আবারো চালু হলো থ্রিজি ও ফোরজি সেবা। নির্বাচনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিলো মোবাইল ইন্টারনেট সেবা। আজ মঙ্গলবার ১০টা ২১ থেকে মোবাইল ইন্টারনেট সেবা শুরু হয়। 

গত রবিবার রাত ৯ টায় ৩য় বারের মতো আবারো মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিলো। এর আগে ১ম বার বৃহস্পতিবার রাত ১০ টায় বন্ধ করে দেয়া হয়। তা অবশ্য ১০ ঘণ্টা পর আবার চালু করে দেওয়া হয়েছিলো। এরপর নির্বাচনের দিন ভোর ৬ টায় আবারো বন্ধ করে দেওয়া হয় এবং ১২ ঘণ্টা পর পুণরায় চালু করে দেওয়া হয়। এরপর আবার রাত ৯টায় বন্ধ করে দেওয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুজব যাতে ছড়িয়ে না পড়ে তাই বন্ধ করে দেওয়া হয়। তবে ব্রডব্যন্ড ইন্টারনেট চালু ছিলো।

বর্তমানে আমাদের দেশে প্রায়ই ৮ কোটি ৬০ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে থ্রিজি ব্যবহারকারী প্রায়ই ৬ কোটি।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।