দেশের বাজারে মটোরোলা ১
মটোরোলার দেশীয় ডিলার স্মার্ট টেকনলোজিস দেশের বাজারে নিয়ে আসছে মটোরোলার নতুন স্মার্টফোন। এর মডেল হলো মটোরোলা ১। আগামী ৫ জানুয়ারী থেকে এটি পাওয়া যাবে।
এতে থাকছে ৫.৯ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০*৭২০ পিক্সল। এর রেশিও ১৯ঃ৯। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৬২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। যা মেমরি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডিভাইসটিতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওয়ান। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক রয়েছে।
কালো ও সাদা এই দুই রঙে ডিভাইসটি পাওয়া যাবে। ১৬২ গ্রাম ওজনের ফোনটির মূল্য ধরা হয়েছে ২৩ হাজার ৯৯০ টাকা।