ফক্সকন’র চিপ ফ্যাক্টরি চীনে
তাইওয়ানিজ নির্মাতা প্রতিষ্ঠান, ফক্সকন, যারা জনপ্রিয় অ্যাপল’র আইফোন এর পাশাপাশি অন্য অনেক কোম্পানির জন্য চীপ সরবরাহকারী। সম্প্রতি তারা তাদের চীপ প্ল্যান্ট করার কথা ভাবছে চীনের জুহাই শহরে।
৯ বিলিয়ন ডলারের ইনভেষ্টমেন্ট এর চিন্তাভাবনা হচ্ছে যার অধিকাংশই আসবে জুহাই গভর্নমেন্ট এর সাবসিডি ও ট্যাক্স ব্রেক এর মাধ্যমে।
নিক্কেই রিপোর্ট এর মাধ্যমে এই তথ্যগুলো জানা যায়।
রিপোর্ট মতে ফক্সকন একটি জয়েন্ট ভেঞ্চার ফর্ম করবে শার্প(২০১৬ তে যে একয়ার করেছিল), ও লোকাল জুহাই গর্ভনমেন্ট দ্বারা।
এর মাধ্যমে চায়না ও ইউএসএ এর মধ্যকার ট্রেড ওয়ার এর আরো এক এগিয়ে গেলো চীন, যা কিনা মাইক্রোচীপ উৎপাদন এর আরো প্রসারিত করবে।
শার্প অই ফক্সকনের একমাত্র সাবসিডি, যাদের চিপ উতপাদনের অভিজ্ঞতা আছে। যদিও শার্প ২০১০ এ টাকা পয়সার টানা ফোড়নের কারনে সেমিকন্ডাক্টর ডেভেলপ করা বন্ধ করে দিয়েছিলো।