রেডমির স্মার্টফোন: রেডমি ৭ ও রেডমি নোট ৭

শাওমি থেকে বেরিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে রেডমি। এই নতুন ব্র্যান্ডের নতুন স্মার্টফোন আগামী ১০ জানুয়ারী উন্মোচিত হতে যাচ্ছে। নতুন ডিভাইসটির মডেল হলো রেডমি ৭ রেডমি নোট ৭। 

আগে রেডমি ছিলো শাওমির সাব-ব্র্যান্ড। ফোনের পেছনে তাই Redmi by Xiaomi লিখা থাকে। এখন থেকে ফোনে রেডমি উল্লেখ থাকবে।

রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়। যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য তা অনেক আকর্ষণীয় বটে। এছাড়া থাকছে আরো অনেক বিশেষ ফিচার।

রেডমির স্মার্টফোন: রেডমি ৭ ও রেডমি নোট ৭ 2
ছবিঃ রেডমি ৭

রেডমি ৭ ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। গ্রেডিয়েন্ট ডুয়াল কালার ফিনিশ দেখা গিয়েছে। এতে ৪ হাজার এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

রেডমি নোট ৭ স্ন্যাপড্রাগণ ৬৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৬ জিবি র‍্যাম ব্যবহার করা হতে পারে।

রেডমির স্মার্টফোন: রেডমি ৭ ও রেডমি নোট ৭ 3

এছাড়া আর কোনো তথ্য জানা যায়নি । এখন অপেক্ষা আগামী ১০ তারিখের। তখনই জানা যাবে রেডমি কি কি চমক নিয়ে বাজারে আসছে। তা জানতে অবশ্যই টেকমাস্টার ব্লগের সাথেই থাকবেন।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

One thought on “রেডমির স্মার্টফোন: রেডমি ৭ ও রেডমি নোট ৭

  • জানুয়ারী 12, 2019 at 10:57 অপরাহ্ন
    Permalink

    Humm….It will be really great .. Thanks mi band

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।