মোবাইল-ম্যানিয়া

মিইজু নোট ৯: স্ন্যাপড্রাগন ৬১৫০ চিপসেট ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

মিইজু তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে যার নাম মিইজু নোট ৯। মিইজু কমিউনিটি ফোরামের তথ্য মতে, এই ডিভাইসে ৬১৫০ চিপসেট থাকবে। তাছাড়াও এতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর।

একই ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়েছে অনার ভি২০ (ওরফে অনার ভিউ ২০) তে, এমনকি শাওমির ১০ জানুয়ারিতে রিলিজ হতে যাওয়া রেডমি ৭ এও ব্যবহৃত হয়েছে।

স্ন্যাপড্রাগন ৬১৫০ কিন্তু এর কমার্শিয়াল নাম নয়, যার সম্ভাব্য নাম হতে পারে স্ন্যাপড্রাগন ৬৮০/৬৮৫। এক রিপোর্ট মতে স্ন্যাপড্রাগন ৬১৫০ ১১ন্যনোমিটার প্রসেসর ব্যবহার করে তৈরী হয়েছে এবং উতপাদক স্যামসাং।

মিইজু নোট ৮ এর সাক্সেসর হিসেবে ধরা যায় নোট ৯ এর আবির্ভাব হবে।

গিজমোচায়না অবলম্বনে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।