রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়

রেডমি ব্র্যান্ডের ১ম স্মার্টফোন রেডমি নোট ৭, দেশের বাজারে আসতে শুরু করেছে। শাওমি থেকে বেরিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পাওয়া রেডমি  চমক হিসেবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। সাশ্রয়ী দামে অনেক চমক নিয়ে হাজির হয়েছে ব্র্যান্ডটি। 

ডিভাইসটিতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। এতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।

ওয়াই ফাই রাউটার ‘র গতি ডবল করুন সেরা ৭ উপায়ে

Xiaomi Redmi Note 7

ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৩, ৪ ও ৬ জিবি র‍্যামের সংস্করণে পাওয়া যাবে। যার ইন্টারনাল স্টোরেজ যথাক্রমে ৩২ জিবি ও ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এইবার আসা যাক ফোনটির ক্যামেরা বিভাগে। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এতে ৪৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় 2
ছবিঃ রেডমি নোট ৭ এর মেইন ক্যামেরার

এতে ৪ হাজার মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং ৪ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে হেডফোন জ্যাক। এতে ইউএসবি টাইপ-সি ক্যাবল দেওয়া হয়েছে।

এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ‍্যান্ড্রয়েড পাই ৯.০ এবং এমআইইউআই ১০।

বাংলা ব্লগ লিখে আয়

দেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছেঃ

  • ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ- ১৭,৯৯৯ টাকা
  • ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ- ১৯,৯৯৯ টাকা
  • ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- ২১,৯৯৯ টাকা

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

2 thoughts on “রেডমি নোট ৭: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়

  • জানুয়ারী 27, 2019 at 4:07 পূর্বাহ্ন
    Permalink

    Kobe theke available hobe redmi note 7

    Reply
    • জানুয়ারী 31, 2019 at 9:32 অপরাহ্ন
      Permalink

      অলরেডি পাওয়া যাচ্ছে দেশের বাজারে
      এখন দাম বেশিস, ফেব্রুয়ারির লাষ্টে কিনলে দাম কম পরবে

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।