মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

রিয়েলমি ৩ঃ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়

অপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন। এর আগে রেডমি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন উন্মোচন করেছে। এটিরও দাম রেডমি নোট ৭ এর মতো সাশ্রয়ী হবে। 

রিয়ালমি ৩ তে কি কি কনফিগারেশন থাকছে সেই ব্যাপারে এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গুঞ্জন থেকে জানা গেছে, এতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯।

এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য এর পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ৪ হাজার মিলিঅ‍্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে অ‍্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৯.০ পাই ব্যবহার করা হবে।

এছাড়া আর অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। এটি কবে উন্মোচিত হবে তাও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসেই এটির আসতে পারে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

2 thoughts on “রিয়েলমি ৩ঃ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায়

  • অজ্ঞাতনামা কেউ একজন

    বাংলাদেশ দাম কত হবে

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।