ওয়ানপ্লাস ৭ নচহীন
ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৭ উন্মোচন হতে আরো অনেক সময় বাকি। কিন্তু তার আগেই ফাঁস হচ্ছে এটি নিয়ে একের পর এক তথ্য। সম্প্রতি এর একটি ছবি ফাঁস হয়েছে। তাতে ডিসপ্লেতে কোনো নচ দেখা যায়নি।
ওয়ানপ্লাসের প্রায়ই সব মোবাইলেই বাজারে অনেক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ ওয়ানপ্লাস ৬টি তে ওয়াটার ড্রপ স্টাই নচ ব্যবহার করা হয়েছিলো। তবে এর নচ ছিলো খুবই ছোট। আর এইবার প্রতিষ্ঠানটি তাদের নতুন ফোন থেকে নচই বাদ দিয়ে দিয়েছে।
ওয়ানপ্লাসের আগে অপ্পো ফাইন্ড এক্স এবং শাওমি মিক্স ৩ তে পুরোপুরি নচ বাদ দিয়ে স্লাইডিং দেওয়া হয়েছে। ঐ দুটি ফোনে স্লাইডারের মধ্যেই ছিলো ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস ৭ তেমনি হতে পারে।
ওয়ানপ্লাস ৭ স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট ব্যবহার করা হবে। এটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই বছরের প্রথমার্ধে বাজারে আসবে।
এখন অপেক্ষার পালা কি কি চমক নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানটি!