টেক গুজবমোবাইল-ম্যানিয়া

নচহীন গুগল পিক্সেল ৪

টেক জায়ান্ট গুগলে পরবর্তী স্মার্টফোন পিক্সেল ৪ এর ডিসপ্লে থাকছে না কোনো নচ। এমনকি ডিসপ্লে কোনো হোল, চিনও দেখা যায়নি পেটেন্ট করা ছবিতে। 

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনে গুগল পিক্সেল ৪ এর পেটেন্ট ফাইল থেকে জানা গেছে এটি দেখতে কেমন হবে। এটির মধ্যে অনেক নতুনত্ব রয়েছে। তবে পিছনের দিকে সেই আগের পিক্সেল ২ এর মতোই।

নচহীন গুগল পিক্সেল ৪ 2

ফোনটির পেছনে রয়েছে একটি ক্যামেরা, ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকে ভলিউম বাড়ানো ও কমানোর বাটন এবং বাম পাশে সিম কার্ড ট্রে।

নচহীন গুগল পিক্সেল ৪ 3

নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং মাইক্রোফোন। তবে এতে কোনো হেডফোন জ্যাকের দেখা পাওয়া যায়নি। এর মানে পিক্সেল ৪ এও থাকছে না কোনো হেডফোন জ্যাক।

নচহীন গুগল পিক্সেল ৪ 4

তবে এই ডিজাইন যে পিক্সেল ৪ এ দেখা যাবে তা কিন্তু নিশ্চিত না। এতে পরিবর্তনও আসতে পারে। এই স্কেচ থেকে কিন্তু বুঝা গেলো না এর সেলফি ক্যামেরার অবস্থান কোথায়। তা কিভাবে থাকবে।

এখন দেখা যাক ভবিষ্যতে আরো কি কি তথ্য পাওয়া যায়। সকল অথ্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।