নকিয়া ১ প্লাস ‘র তথ্য ফাঁস
নকিয়া বাজারে নিয়ে আসতে যাচ্ছে সাশ্রয়ী দামের স্মার্টফোন। এর মডেল নকিয়া ১ প্লাস। সম্প্রতী অনলাইনে ফাঁস হয়েছে ডিভাইসটির ছবি এবং স্পেসিফিকেশন।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, এতে রেজুলেশন ৪৮০*৯৬০ পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং রেশিও ১৮ঃ৯। ফাঁস হওয়া তথ্য উল্লেখ করা হয়নি ডিভাইসটি ডিসপ্লে সাইজ। তবে ধারণা করা যাচ্ছে এতে ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে।
এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের এমটি৬৭৩৯ডাব্লুডাব্লু চিপসেট। এতে ১ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। তবে ৮৮৯ এম্বি ব্যবহার করা যাবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিশন।
ফাঁস হওয়া তথ্যে ব্যাটারি এবং ক্যামেরা নিয়ে কোনো কিছু বলা হয়নি। এটির মূল্য কত হবে তাও জানা যায়নি তবে ধারণা করা যাচ্ছে এর মূল্য ১০০ মার্কিন ডলার (৮ হাজার ৫০০টাকা) হবে।
ভবিষ্যতে আরো অনেক তথ্য জানা যাবে। আর জানার জন্য চোখ রাখতে হবে টেকমাস্টার ব্লগের পাতায়।
অসাধারণ! ধন্যবাদ এই রকম তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।