রেডমি নোট ৭ শীঘ্রই আসছে? না!
রেডমি নোট ৭ কি শীঘ্রই আসছে? নাকি আসছে না:
বর্তমান সময়ের সবচেয়ে হাইপ সৃষ্টি করা শাওমি পরিবারের রেডমি সিরিজের নোট ৭. যেকোন স্মার্টফোন চায়না বাজারের পর ইন্ডিয়ান বাজারে রিলিজ হয়, তারপর বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের ক্ষেত্রে দুই মার্কেট থেকে প্রোডাক্ট এসে থাকে, সোর্স এর উপর দামটাও ভেরি করে।
তো জানুয়ারিতে প্রথম কিছু ইউনিট দেখে আমরা আশা করেছিলাম যে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি এভেইলেবল হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়াতে এতদিন যে প্রেডিক্টেবল রিলিজ ডেট ছিলো সেটাই এখনো ঠিকই হয়নি!!
মূলত ৯১মোবাইলস এর এক এক্সক্লুসিভ লিক এ ধরে নেওয়া হয়েছিলো ১২ ফেব্রুয়ারি অফশিয়ালি লঞ্চ হবে এই ফোনটি। তবে এখন তা আর হচ্ছেনা এবং লিকটি ফেইক হিসেবে ধরে নেওয়া যায়।
গত সপ্তাহে টুইটারের এক টুইটে, শাওমি এক্সিকিউটিভ লি জুন ও মানু কুমার জেইন এর একটি টিসার বের হয়েছিলো রেডমি নোট ৭ এর।
তবে ফেব্রুয়ারিতেই ফোনটি রিলিজ হচ্ছে এটা নিশ্চিত। দেখার বিষয় কখন সেই ডেটটি হয়।
কারন সারা বিশ্বে তাক লাগিয়ে দেবার মত ডিভাইস, নোট ৭ এর জন্য মুখিয়ে আছেন কোটি তরুন যুবা কনজিউমাররা।
তথ্যসূত্র: জিএসএম এরিনা
ɐƃǝʎɐɐ ǝɯᴉʇ ɐud∀
ɐƃǝʎɐɥɥɔ ǝd ʎɹʇsnpuI
ɐƃǝʎɐɯnɥƃ ɹɐs ɐʞ qɐS
ɐƃǝʎɐɐ˥ #ԀW8ᔭ
ɐƃǝʎɐɐ ǝɯᴉʇ ɐud∀ pic.twitter.com/4CcoWosp25— Redmi India (@RedmiIndia) January 24, 2019