সর্বশেষ টেক নিউজমোবাইল-ম্যানিয়া

পপআপ সেলফিতে স্যামসাং গ্যালাক্সি এ৯০

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং এর নতুন স্মার্টফোন (মডেল স্যামসাং গ্যালাক্সি এ৯০) এর তথ্য ফাঁস হয়েছে । এতে পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, এতে ফুল ভিউ ডিসপ্লে দেখা গেছে। ডিভাইসটির উপরের দিকে রয়েছে পপআপ সেলফি ক্যামেরা স্লট। সেলফি তোলার সময় তা উপরে উঠে আসবে।

আইস ইউনিভার্স এক টুইটের মাধ্যমেই এই তথ্য ফাঁস করছে। তিনি স্যামসাং গ্যালাক্সি এ৯০ কে পারফেক্ট ডিভাইস বলেছেন।

আরো পড়ুনঃ শাওমিকে টেক্কা দিতে সাশ্রয়ী দামে স্যামসাং গ্যালাক্সি এম২০

তিনি কেন এটিকে কেন পারফেক্ট ডিভাইস বলেছেন তার পেছনে কারণ হিসেবে বলেছেন, এটির ফুল স্ক্রিন এবং এতে কোনো নচ, হোল নেই। নচ বা হোলের পরিবর্তে এতে দেওয়া হয়েছে পপআপ ক্যামেরা।

স্যামসাং এর এটিই প্রথম পপআপ সেলফি ক্যামেরার স্মার্টফোন। কিছুদিন আগে ভিভো ভি১৫ প্রো পপআপ সেলফি ক্যামেরার ফোন আনার ঘোষণা দিয়েছিলো।

স্যামসাং গ্যালাক্সি এ৯০ কনফিগারেশন কী হবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে ৬ জিবি র‍্যাম, ফ্ল্যাগশিপ প্রসেসর এবং ছবি তোলার জন্য থ্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হতে পারে।

ফোনটি চলতি বছরের ২য় প্রান্তিকে বাজারে উন্মোচিত হতে পারে এবং এটির মূল্য সাধারণত অন্যান্য এ সিরিজের ডিভাইসের মতোই হবে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।