স্ন্যাপড্রাগণ ৬৭৫ চিপসেটে মিইজু এম৯ নোট
চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মিইজু নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। এর মডেল মিইজু এম৯ নোট। এতে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
মিইজু এম৯ নোট নিয়ে প্রযুক্তির দুনিয়ায় অনেক দিন ধরে অনেক খবর ভেসে আসছিলো। এরপর মিইজুর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছে, তারা নতুন ডিভাইস নিয়ে কাজ করছে। এরপর টেন্না একটি রিপোর্টের মাধ্যমে এই সকল গুজবের তথ্য নিশ্চিত করেছে।
তাদের ফাঁস করা রিপোর্ট থেকে জানা যায়, এতে ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে মিইজু উল্লেখ করেছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
আরো পড়ুনঃ রেডমি নোট ৭ শীঘ্রই আসছে? না!
এতে ৬.২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার হয়েছে। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৬৭৫ চিপসেট।
মিইজু এম৯ নোট এর সকল তথ্য জানতে আমাদের সাথে থাকতে হবে।
সূত্রঃ জিএসএমএরিনা