পাওনা টাকা পরিশোধ না করায় টেকটিউন্স হ্যাক!
জনপ্রিয় প্রযুক্তি ব্লগ টেকটিউন্স হ্যাক হয়েছে। সাইটটি হ্যাক করে আদনান নামের এক ব্যাক্তি তার পাওনা টাকা পরিশোধের দাবি জানিয়েছে।
আজ বিকেল ৫টায় টেকটিউন্স সাইটে ভিজিট করতে গিয়ে চোখে পড়লে এমন ঘটনা। সাইট হ্যাক করে আদনান নামের এক ব্যাক্তি প্রতিষ্ঠানটির কাছ থেকে তার পাওনা টাকা দাবি করেছেন।
সাইটটিতে ভিজিট করলে এমনি লেখা দেখা যাচ্ছে। আর সাইটের টাইটেলে Pay my money! লেখা আছে।
টেকটিউন্সের কাছে আদনান নামের ব্যাক্তিটি ২৮ হাজার টাকা পেয়ে থাকে। ধারণা করা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তার টাকা পরিশোধ না করায় তিনি এই কাজ করেছেন।
আশা করি, আদনান তার কষ্টার্জিত পাওনা টাকা বুঝে পাবেন।