ইউটিউব কি-বোর্ড শর্টকাট
আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ইউটিউব। আমরা প্রতিদিন বিভিন্ন ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করে থাকি। পিসি বা ল্যাপটপে যারা ইউটিউব ব্যবহার করে থাকে তাদের জন্য রয়েছে কি-বোর্ড শর্টকাট। যা দিয়ে খুব সহজে কি-বোর্ড দিয়ে সব কাজ করা যায়।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে কি-বোর্ড দিয়ে শর্টকাটে ইউটিউব চালাবেনঃ
কি-বোর্ড শর্টকাট |
কাজ |
K অথবা Spacebar |
ভিডিও চালানো এবং বন্ধ করার জন্য। |
J |
ভিডিও ১০ সেকেন্ড পেছনে নিতে। |
L |
ভিডিও ১০ সেকেন্ড সামনে নিতে। |
Shift+P |
আগের ভিডিওটি দেখতে। |
Shift+N |
এরপর যে ভিডিও রয়েছে তা দেখার জন্য। |
, |
ভিডিও পোস করা অবস্থায় পেছনের ফ্রেম দেখার জন্য (স্ক্রিন শর্ট নেওয়ার জন্য এটি অনেক কাজের)। |
. |
ভিডিও পোস করা অবস্থায় সামনের ফ্রেম দেখার জন্য। |
Shift+, |
ভিডিও স্লো মোশনে দেখার জন্য😂। |
Shift+. |
ভিডিও ফাস্ট দেখার জন্য। |
F |
ফুল স্ক্রিনে ভিডিও দেখার জন্য। |
T |
থিয়েটার মুডে ভিডিও দেখার জন্য। |
I |
মিনি প্লেয়ারে ভিডিও দেখার জন্য। |
Esc |
মিনি প্লেয়ারে থাকা অবস্থায় ভিডিও কেটে দিতে। |
M |
শব্দ বন্ধ করতে। |
C |
ভিডিওর ক্যাপশন দেখতে। |
+ |
ক্যাপশনের আকার বড় করতে। |
– |
ক্যাপশনের আকার ছোট করতে। |
/ |
সার্চ বক্সে যাওয়ার জন্য। |
↑ |
ভলিউম বাড়াতে। |
↓ |
ভলিউম কমাতে। |
→ |
৫ সেকেন্ড সামনে নিতে। |
← |
৫ সেকেন্ড পেছনে নিতে। |
0 থেকে 9 |
ভিডিও শুরু থেকে একদম ৯০% পর্যন্ত টানতে। |
Home |
ভিডিও একদম শুরু থেকে শুরু করতে। |
End |
ভিডিও শেষ করতে। |
এই সব শর্টকাট দিয়ে আমরা আরো সহজেই ভিডিও দেখতে পারবে। মাউসে হাত না দিয়ে যেভাবে ইচ্ছে শুধুমাত্র কি-বোর্ড ব্যবহার করেই পরিচালনা করতে পারবো।