৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় মটো জে৪ প্লে
মটোরোলা একের পর এক ডিভাইস বাজারে উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে মটো জে৪ প্লে ছবি এবং কনফিগারেশন। এতে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং স্ন্যাপড্রাগণ ৬৭৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
একের পর এক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার ফোন বাজারে নিয়ে আসছে। সেই পথ ধরেই মটোরোলা বাজারে নিয়ে আসছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার মটো জে৪ প্লে।
রেন্ডার ছবিতে ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের কিউ টেকনোলজির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এতে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগণ ৬৭৫। এতে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে
এছাড়া এতে ৩ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জিং এর জন্য টার্ব চার্জিং ব্যবহার করা হয়েছে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মটো জে৪ প্লে ২৬ ফেব্রুয়ারী উন্মোচন করা হতে পারে।