মেসেঞ্জারে আনসেন্ড হবে ম্যাসেজ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে আনসেন্ড ফিচার যুক্ত করা হয়েছে। এটি যুক্ত হওয়ার ফলে কারো কাছে ভুলক্রমে কোনো মেসেজ পাঠানো হলো তা ডিলেট করা যাবে।
আমরা মেসেজিং করার সময় ভুলক্রমে ভুল ব্যাক্তিকে বা ভুল মেসেজ পাঠিয়ে দেয়। এর ফলে অনেক সময় আমাদেরকে বিপদেও পড়তে হয়। আর সেই দিককে লক্ষ্য রেখে মেসেঞ্জারে এই আনসেন্ড ফিচার যুক্ত করা হয়েছে।
আনসেন্ড ফিচার দিয়ে ভুল মেসেজ ১০ মিনিটের মধ্যেও ডিলেট করতে পারবেন। ভুল মেসেজ ডিলেট করার জন্য মাত্র ১০ মিনিট সময় পাবেন।
মেসেজ পাঠানোর পর সেই মেসেজের উপর চাপ দিয়ে ধরে রাখলেই দুটি অপশন পাবেন। এর মধ্যে একটি হলো মেসেজ নিজের কাছ থেকে ডিলেট করার আর অন্যটি হলো যাকে পাঠিয়েছেন তার কাছ থেকে ডিলেট করা মানে আনসেন্ড। মেসেজ আনসেন্ড করলে তাতে ডিলেট করার কথা উল্লেখ থাকবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস মেসেঞ্জারের সর্বশেষ আপডেটে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
তথ্যঃ দ্যা ভার্জ