স্যামসাং এস পেনে ক্যামেরা!
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এস পেনে ক্যামেরা যুক্ত করার পেটেন্ট চেয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের থেকে নিজেদেরকে আরো ভিন্নভাবে তুলে ধরার জন্য এই পথে হাঁটছে স্যামসাং।
বর্তমানে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেজেল লেস ডিসপ্লে বানাতে ব্যস্ত। এর জন্য নচ, পাঞ্চ হোল ডিসপ্লে এবং পপ আপ সেলফি ক্যামেরার মতো নতুন কিছু আমরা দেখতে পেয়েছি। তবে সর্বশেষ পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহারকারীদের মন জয় করেছে।
স্যামসাংও তাদের স্মার্টফোনে এই সব কিছু দেখা গেছে। কিন্তু এখন স্যামসাং কাজ করছে নতুন কিছু নিয়ে সেটি হলো স্যামসাং এর এস পেন ক্যামেরা যুক্ত করা।
এস পেন আগে ক্যামেরা রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হতো। আর এখন এটিতে ছবি তোলার সক্ষমতা দিতে চায় প্রতিষ্ঠানটি।
স্যামসাং এর পেটেন্ট থেকে জানা যায়, এতে ইমেজ সেন্সর এবং অপিটিকাল জুম সেন্সর ব্যবহার করা হবে। ডিভাইসের সাথে সংযোগ স্থাপনের জন্য থাকবে আলাদা একটি বাটন। এর ফলে ফোনে পাঞ্চ হোল ডিজাইনের ক্যামেরার প্রয়োজন হবে না।
স্যামসাং এস পেন কবে নাগাদ দেখা যাবে তা এখনো জানা যায়নি।