সিনেমা ওয়াইড ডিসপ্লেতে সনি এক্সপেরিয়া এক্সএ৩
সনির নতুন স্মার্টফোন সনি এক্সপেরিয়া এক্সএ৩ তথ্য ফাঁস হয়েছে। ফোনটিতে সিনেমা ওয়াইড ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সনি স্মার্টফোনে সাধারণত এই ধরণের লম্বা ডিসপ্লের ব্যবহার আগেও অনেক দেখা গেছে। এই ধারা থেকে উঠে আসতে পারিনি প্রতিষ্ঠানটি।
সনি এক্সপেরিয়া এক্সএ৩ তে ৫.৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেশিও ২১ঃ৯। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, বাজারে ফোনটি ব্ল্যাক, ব্লু, গ্লোড এবং গ্রে রঙে পাওয়া যাবে।
ডিভাইসটিতে স্ন্যাপড্রাগণ ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪/৬ জিবি র্যামের সংস্করণে আসতে পারে। এতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ফোনটির পেছনে ২৩+৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।
সনি এক্সপেরিয়া এক্সএ৩ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হবে।
সূত্রঃ গিজমো চায়না