ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে মটোরোলা রেজার
এক সময়ে বাজার কাঁপানো মটোরোলা রেজার এই বছর মে মাসে উন্মোচন হতে যাচ্ছে। এইবার ফোনটি আসছে ফোল্ডেবল স্মার্টফোনের রুপে। এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন।
ইন্টারনেট দুনিয়াতে মটোরোলা রেজার ফোনের অনেকগুলো ছবি ফাঁস হয়েছে। ছবিতে দেখা গেছে স্মার্টফোনটি ফোল্ড করা যায় এবং ফোল্ডের ভিতরে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে ফাঁস হওয়া ছবিতে ফোনটিতে কোনো ভলিউম বাটন দেখা যায়নি।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, মটোরোলা রেজার ফোনটি এই বছর মে মাসে উন্মোচন হবে। রিপোর্ট সত্যি হলে এটিই হবে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটির দাম হতে পারে ১ হাজার ৫০০ মার্কিন ডলার।
সূত্রঃ টাইমস নাও