স্কাইপ ভিডিও কলে এআই ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচার
স্কাইপে যুক্ত হয়েছে এআই ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচার। এর ফলে ভিডিও কলে থাকা অবস্থায় ব্যবহারকারীর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে। ফলে ব্যবহারকারীকে তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে তা নিয়ে ভাবতে হবে না।
মাইক্রোসফটের স্কাইপ নতুন এই ফিচারটি সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। তবে বর্তমানে এটি শুধুমাত্র ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এর জন্য স্কাইপের সর্বশেষ ভার্সনে আপডেট করতে হবে।
মাইক্রোসফটের টিম এই বিষয়ে বলেছে, তারা অনেক দিন ধরে এই ফিচার নিয়ে কাজ করছে। এতদিন তারা তাদের এআই প্রযুক্তির উন্নতি সাধণ করেছে। এর এআই প্রযুক্তি ফেইস চিহ্নিত করতে পারে এবং সেই অনুয়ায়ী ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে।
এই ফিচার ব্যবহার করতে ব্যবহারকারীদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। সব কাজই করে দিবে এআই প্রযুক্তি।
তবে এটি নির্দেশটা কিন্তু আপনাকেই দিতে হবে। এর জন্য উপরে দেখানো গিফের মতো করতে হবে। শুধুমাত্র কষ্ট করে ফিচারটি চালু করে দিতে হবে। বাকি কাজ এআই নিজেই করে নিবে।
সূত্রঃ স্কাইপ ব্লগ