হার্ডওয়্যার

অফিশিয়ালি উন্মোচিত হলো স্ন্যাপড্রাগণ ৭১২

কোয়ালকম বাজারে নিয়ে এসেছে একটি নতুন প্রসেসর স্ন্যাপড্রাগণ ৭১২। এটি স্নাপড্রাগণ ৭১০ এর উন্নত সংস্করণ। এতে বাজারে এসেছে অনেক নতুন ফিচার এবং আগের থেকে ১০% শতাংশ বেশি কার্যক্ষমতা নিয়ে। 

স্ন্যাপড্রাগণ ৭১২ হলো একটি ১০ ন্যানো মিটারের চিপসেট এবং ২.৩ গিগাহার্জের ৮এক্স ক্রাইও ৩৬০ কোর। তবে এটি জিপিউ এবং ডিএসপি স্ন্যাপড্রাগণ ৭১০ এর মতো একই। এর জিপিউ অ্যাড্রিনো ৬১৬ এবং ডিএসপি হেক্সাগণ ৬৮৫।

নতুন এই প্রসেসরে কুইক চার্জ ৪ প্লাস সমর্থন করে। এতে ২.৪, ৫ এবং ৬০ গিগাহার্জের ওয়াইফাই ব্যান্ডস সাপোর্ট করে। এছাড়া এতে কোয়ালকমের ট্রু ওয়ারলেস এবং ব্রডকাস্ট অডিও টেকনোলজি ব্যবহার করা যাবে।

স্ন্যাপড্রাগণ ৭১২ তে ক্যামেরা এবং ডিসপ্লেতে কোনো নতুন ফিচার যুক্ত করা হয়নি। তা স্ন্যাপড্রাগণ ৭১০ এর মতো রয়েছে।

এখন শুধু অপেক্ষা স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসরের স্মার্টফোন দেখার। আশা করা যায় খুবই শীঘ্রই তা পাওয়া যাবে।

সূত্রঃ গিজমো চায়না 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।