১৩৩২ ফেইক ফেসবুক আইডি বন্ধ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ফেইক ফেসবুক আইডি সহ ১৩৩২টি ফেইক আইডি বন্ধ করে দিয়েছে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) জানিয়েছে, একটি সংঘবদ্ধ মহল ফেসবুকে বিভিন্ন গুজব ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে। তাই তারা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি এবং পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে।
এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গত ২৭ জানুয়ারী পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি ফেসবুক আইডি বন্ধ করা হয়। এছাড়া ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি আইডি বন্ধ করা হয়েছে।
এই সব পেজ এবং গ্রুপ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত হচ্ছিল।
সূত্রঃ ডেইলি স্টার