৫০০০ মি.অ্যাম্প ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৩০!
সম্প্রতি স্যামসাং বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী দামের ২টি স্মার্টফোন স্যামসাং গ্যলাক্সি এম ১০ এবং এম২০। এইবার উন্মোচন হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম৩০। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, থ্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি টুইটারে স্যামসাং গ্যালাক্সি এম৩০ কনফিগারেশন ফাঁস হয়েছে তা থেকে জানা যায়, এতে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল।
আরো পড়ুনঃ সাশ্রয়ী মূল্যে স্যামসাং গ্যালাক্সি এম১০
ডিভাইসটিতে স্যামসাং এর নিজস্ব চিপসেট এক্সিনোস ৭৯০৪ ব্যবহার করা হয়েছে। এতে থাকবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটির পেছনে ১৩ (প্রাইমারি সেন্সর) ও ৫+৫ (ডেপথ সেন্সর) মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে।
আরো পড়ুনঃ শাওমিকে টেক্কা দিতে স্যামসাং গ্যালাক্সি এম২০!
তবে মূল আকর্ষণীয় ব্যাপার হলো এটির বড় ব্যাটারি। এতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এছাড়া আর অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্রঃ টেকরাডার