পাঞ্চ হোল ডিসপ্লেতে স্যামসাং গ্যালাক্সি এস১০ই
২০ ফেব্রুয়ারীতে উন্মোচন হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের ৩টি স্মার্টফোন। তবে এর মধ্যে কম দামী সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এস১০ই। এতে পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
টুইটারে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, এতে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ইনফিনিটি-ও (পাঞ্চ হোল) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস১০ এবং এস১০ প্লাসে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু এস১০ই তে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনে ২টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি কালো, নীল, ধূসর এবং হলুদ রঙে বাজারে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের তিনটি স্মার্টফোন ২০ ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি ইভেন্টে উন্মোচন করা হবে।