ভোল্টি প্রযুক্তি হুয়াওয়ে ওয়াই৭ প্রো তে
হুয়াওয়ে দেশের বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে ওয়াই৭ প্রো (২০১৯)। সাশ্রয়ী মূল্যের ফোনটিতে থাকছে ভোল্টি প্রযুক্তি এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ডিসপ্লেঃ
এতে ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৫২০ পিক্সেল এবং রেশিও ১৯ঃ৯। স্ক্রিন-টু-বডি রেশিও ৮০%।
চিপসেটঃ
ডিভাইসটিতে স্ন্যাপড্রাগণ ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সিপিউ অক্টা-কোর ১.৮ গিগাহার্জ করটেক্স-এ৫৩ এবং জিপিউ অ্যাড্রিনো ৫০৬।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে মেমরি কার্ড সিম ২ স্লটে ব্যবহার করতে হবে।
ক্যামেরাঃ
স্মার্টফোনটির পেছনে ১৩ (অ্যাপারচার এফ/১.৮) ও ২ (ডেপথ সেন্সর) মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে মাইক্রো ইউএসবি ২.০ ব্যবহার করা হয়েছে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও এবং হুয়াওয়ের ইএমইউআই ৮.২ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
এতে ভয়েস ওভার এলটিই (ভোল্টি) প্রযুক্তি ব্যবহার করা যাবে। হেডফোন জ্যাক এবং এফএম রয়েছে। ডিভাইসটির ওজন ১৬৮ গ্রাম।
রঙ ও দামঃ
দেশের বাজারে ফোনটি মিডনাইট ব্ল্যাক, কোরাল রেড এবং অরোরা ব্লু রঙে পাওয়া যাবে।
ফোনটির মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। ফোনটি হুয়াওয়ের অনুমোদিত সব ব্র্যান্ডশপে পাওয়া যাচ্ছে।