প্রযুক্তি-বাজারপ্রতিবেদন

রেডমি নোট ৭ বিকেছে ১০ লাখ!

আজ পর্যন্ত, চাইনিজ ম্যানুফেকচারিং দানব, শাওমি, তাদের সর্বশেষ বিক্রয় অগ্রগতির ফল প্রকাশ করেছে। এর মাঝে আছে রেডমি নোট ৭, যা গত মাসেই রিলিজ হয়েছে।

কোম্পানির তথ্য মতে, জানুয়ারি ১৫ তে রিলিজ হবার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ ইউনিট এর বেশি শিপ করেছে । রেডমি নোট ৭ বিকেছে ১০ লাখ! 2শাওমি গ্রুপ এর মতে তাদের নতুন মাল্টি ব্র্যান্ডিং পলিসি অনেক বেশি সফল, তারই প্রমান রেডমি ব্র্যান্ডের ১ম মোবাইলটির এত বেশি সেল। শাওমি এমন দামে ফেরানো দায় এসব প্রোডাক্ট দিয়ে যাবে বলেই অঙ্গিকার করছে।

এদিকে দেশের বাজারেও অনেক হাইফ চলছে রেডমি ব্র্যান্ডের এই নোট ৭ এর। দাম কিছুটা বেশি হলেও অনেকে কিনছেন, অনেকে রয়ে সয়ে আছেন দাম কেনার অপেক্ষায়।

উল্লেখ্য যে, রেডমি নোট ৭ এ, সর্বপ্রথম ৪৮ মেগাপিক্সেলেক্যামেরা ইউজ করা হয়েছিল, সাথে ছিলো ৫ মেগাপিক্সেলের ডুয়েল এ আই ক্যাম, যার পিক্সেল সাইজ ছিলো ০.৮ মাইক্রোমিটার। সাথে ৬.৩ ইঞ্চির ২৩৪০*১০৮০ পিক্সেলের ডিসপ্লে, সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এতে সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেল সাথে ৪০০০ মিঅ্যাম্প ব্যাটারি।

তো দেশের বাজারে রেডমি নোট ৭ সম্বন্ধে আপনার কি ধারনা?

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।