হুয়াওয়ের মাল্টি-ফেসিয়াল ফিচার
হুয়াওয়ের ইএমইউআই অফিসিয়ালি মাল্টি-ফেসিয়াল রিকুগনেশন ফিচার উন্মোচন করেছে। এই ফিচারটি শুধুমাত্র হুয়াওয়ে মেইট ২০ প্রো এবং মেইট ২০ আরএস পোর্শে তে পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ডিভাইসেও আসবে।
এই মাল্টি-ফেসিয়াল রিকুগনেশন ফিচারে দুটি ভিন্ন ফেইস প্রদান করা যাবে। ব্যবহারকারীরা একই মুখ দিয়ে দুটি লক খোলার পর একটি প্রাইভেসি জোন তৈরী হবে। বিভিন্ন অ্যাপসেও এই লক ব্যবহার করা যাবে।
ইএমইউআই এর নতুন আপডেটে ব্যবহারকারীরা এই ফিচারটি পাবে। এই ফিচারটি চালু করার জন্যঃ Settings → Security and Privacy → Face Unlocking। তারপর প্রথম ফেইসটি দিতে হবে। এরপর ২য় ফেইস দেওয়ার জন্যঃ New Face → Start Entry → Enter the second face।
এটির শুধু ফোন আনলক করার জন্য নয় সাথে সাথে এটি দিয়ে অ্যাপ লক করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা যেমন সব কিছু লক করে রাখতাম তেমনি।
তথ্যঃ গিজচায়না