দেশের জন্য উন্মুক্ত পাবজি লাইট পিসি
জনপ্রিয় গেইম পাবজির লাইট সংস্করণ বাংলাদেশের জন্য উন্মুক্ত করেছে টেনসেন্ট। আজ ১৪ ফেব্রুয়ারী থেকে গেইমটি খেলা যাবে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, পাবজি লাইটের বেটা সংস্করণ থাইল্যান্ডের পর বাংলাদেশ, ইন্দোনেশিয়া, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স এবং মায়ানমারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পাবজি লাইট হলো পাবজি পিসির লাইট সংস্করণ। কম কনফিগারেশনের পিসি/ল্যাপটপের জন্য তা আনা হয়েছে। আর পাবজি লাইট পুরো ফ্রিতেই ডাউনলোড করে খেলতে পারবেন।
পাবজি মূল গেইমটির মতো এতেও সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে।
পাবজি লাইট ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।