সর্বশেষ টেক নিউজটেক গুজব

মিইউআই ১১ আপডেট পাবে যে শাওমি হ্যান্ডসেটগুলো!

চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির মিউআই রমের সর্বশেষ সংস্করণ এমআইইউআই ১১ আপডেট পাবে ৩৬টি ডিভাইস।

ইন্টারনেট দুনিয়াতে ফাঁস হয়েছে এমআইইউআই ১১ সংস্করণ আপডেট পাবে এমন ডিভাইসের তালিকা। তবে এমআইইউআই ১১ নতুন কি কি থাকছে তা জানা যায়নি। এখনো এই রমটি ডেভলোপিং পর্যায়ে রয়েছে।

ফাঁস হওয়া তালিকাতে শাওমির মি সিরিজের ১৫টি এবং রেডমি সিরিজের ২১টি ডিভাইসের নাম রয়েছে। প্রথম পর্যায়ে এই সকল ডিভাইসে আপডেট পাওয়া যাবে।

মি সিরিজের ফোনগুলো হলোঃ শাওমি মি ৯, মি ৮, মি মিক্স ২, মি মিক্স ১, মি ৬এক্স, মি ৬, মি নোট ২, মি নোট৩, মি ৫এক্স, মি ৫সি, মি ৫এস, মি ৫এস প্লাস, মি ম্যাক্স ২, মি ম্যাক্স ৩ এবং মি প্লে

আরো পড়ুনঃ নতুন রুপে আসছে মিইউআই ১১

রেডমি সিরিজের ফোনগুলো হলোঃ রেডমি নোট ৭, নোট ৭ প্রো, রেডমি ৬, রেডমি ৬এ, রেডমি ৬ প্রো, রেডমি নোট ৬, নোট ৬প্রো, রেডমি নোট ৫, রেডমি নোট ৫ প্রো, রেডমি ৫ প্লাস, রেডমি নোট ৫এ, রেডমি ৫, রেডমি ৫এ, রেডমি ৪, রেডমি ৪এ, রেডমি ৪এক্স, রেডমি নোট ৪, রেডমি নোট ৪এক্স, রেডমি ৩এস এবং রেডমি এস২।

এমআইইউআই ১১ আপডেটটি কয়েক মাসের মধ্যে ডিভাইসগুলোতে পৌঁছাতে শুরু করবে।

তথ্যঃ গিজমোচায়না

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

4 thoughts on “মিইউআই ১১ আপডেট পাবে যে শাওমি হ্যান্ডসেটগুলো!

  • মাহতাব উদ্দিন মাহমুদ

    MI A2?

    Reply
  • সবইতো আছে বাকি থাকলো কি?

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    Foco f1 pabe na???

    Reply
    • ইরফান

      অবশ্যই পাবে। তবে ফাঁস হওয়া তথ্যতে তা জানায়নি। পরে জানা যাবে।

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।