সর্বশেষ টেক নিউজমোবাইল-ম্যানিয়া

এই বছর আসছে না অপ্পো আর১৯

অপ্পো পাঁচ মাস আগে বাজারে নিয়ে এসেছিলো অপ্পো আর১৭। ফোনটি দারুণ সাড়া ফেলে তাই ধারণা করা হচ্ছিল এই বছরই আসবে অপ্পো আর১৯। তবে অপ্পোর থেকে জানানো হয়েছে এই বছর ফোনটি আসছে না।

অপ্পো আর১৯ নিয়ে ইন্টারনেট দুনিয়াতে অনেক তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ফোনটির রেন্ডার ছবিও ফাঁস হয়েছে।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট শিন ইরেন জানিয়েছে, এই বছর অপ্পো আর১৯ আসছে না। তবে এই বছর অপ্পো এফ১১ প্রো উন্মোচন হবে। এটি অপ্পোর প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোন।

         আরো পড়ুনঃ সুপার নাইট মোড ক্যামেরায় অপ্পো এফ১১ প্রো

এছাড়া তিনি অপ্পোর ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কথা বলেছেন, এতে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসছে না। এর ডিজাইনে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে না।

এটি তিনি বলেছেন ইঞ্জিনিয়ার প্রোটোটাইপ হাতে ধরে দেখার অভিজ্ঞতা থেকে। এটি থেকেই বুঝা যাচ্ছে অপ্পো ফোল্ডেবল ফোন নাও আনতে পারে।

তথ্যঃ গিজমো চায়না

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।