শাওমি’র ১০০০ স্মার্টফোন ছিনতাই! লুট কোটি টাকা
শাওমি বাহী একটি ট্রাক ছিনতাই হয়ে যায়, যেখানে ছিলো সর্বমোট ১০০০ এর মত শাওমি স্মার্টফোন। মূলত স্রী শহর থেকে কোলকাতা গামী এই ট্রাক এর ড্রাইভার খুব ভোরে দাগাধার্তি গ্রামে, হাইওয়েতে বিশ্রাম নিচ্ছিল গত বুধবার। সেখানেই দুষ্কৃতিকারীরা ড্রাইভারকে মেরে গাছের সাথে বেধে পুরো ট্রাক নিয়ে লাপাত্তা হয়ে যায়।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, সেখানে ৮ হাজার টাকার মোবাইল থেকে শুরু করে ১৮ হাজার টাকার মোট ১০০০ স্মার্টফোন ছিলো, যার মূল্যমান ১ কোটি টাকার বেশি।
এরপর গৌরভারাম গ্রামে এসে ট্রাকের ফোনগুলো অন্য ট্রাকে নিয়ে উধাও হয়ে যায়। পরে গ্রামবাসিরা বেধে রাখা ড্রাইভারকে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে খালি ট্রাক পায়।
এব্যাপারে থানায় মামলা হয় এবং প্রাইমারি তদন্তে একে প্রি প্ল্যান্ড এটাক বলে জানানো হয় এবং এতে ভেতরের কেউই জড়িত আছে বলে সন্দেহ করা হয়।
তথ্যঃ ফজবাইট