কবে আসবে রেডমি নোট ৭ প্রো?
জানুয়ারীতে উন্মোচিত হয়েছে রেডমি নোট ৭, উন্মোচন অনুষ্ঠানে শাওমি রেডমি নোট ৭ প্রো ‘র কথা জানিয়েছিলো। বাজার কাঁপানো রেডমি নোট ৭ এরপর স্মার্টফোন প্রেমিরা অপেক্ষায় আছে রেডমি নোট ৭ প্রোর।
সেই অপেক্ষার প্রহর খুব শীঘ্রই শেষ হতে চলছে। শাওমি জানিয়েছে, শাওমি মি ৯ উন্মোচনের পরেই রেডমি নোট ৭ প্রো উন্মোচিত হবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি শাওমি মি ৯ ২০ ফেব্রুয়ারী বেইজিং একটি ইভেন্টে উন্মোচন করা হবে।
সম্প্রতি সার্টিফিকেশন সাইটে রেডমি নোট ৭ প্রো দেখা গেছে। তা থেকে জানা গেছে, এতে স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া আমরা আগে থেকে জানি এতে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা সেন্সর হলো সনি আইএমএক্স৫৮৬।
এখন শুধু অপেক্ষা ফোনটি উন্মোচনের। তবে নজর রাখতে হবে শাওমি মি ৯ উন্মোচন অনুষ্ঠানে।