হুয়াওয়ে পি৩০ সিরিজ আসছে ২৬ মার্চে
চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে নিয়ে আসতে যাচ্ছে হুয়াওয়ে পি৩০, পি৩০ প্রো এবং পি৩০ লাইট। হুয়াওয়ে ঘোষণা করেছে ফোন ৩টি উন্মোচন করা হবে ২৬ মার্চ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হুয়াওয়ে জানিয়েছে, আগামী ২৬ মার্চ প্যারিসে হুয়াওয়ে পি৩০, পি৩০ প্রো এবং পি৩০ লাইট উন্মোচন করা হবে।
Rules were made to be rewritten. Paris, 26.03.2019. #RewriteTheRules #HUAWEIP30 pic.twitter.com/hFzZI3pVYr
— Huawei Mobile (@HuaweiMobile) February 19, 2019
হুয়াওয়ে পি৩০ তে থাকছে, ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এতে থ্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে।
হুয়াওয়ে পি৩০ প্রো তে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে অর্ধ বৃত্তাকার আকৃতির নচ দেখা গেছে। ফোনটির পেছনে থাকছে ৪টি ক্যামেরা।
ফোনগুলোতে হুয়াওয়ের নিজস্ব চিপসেট কিরিন ৯৮০ ব্যবহার করা হয়েছে। এতে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনের বডি প্লাস্টিকের হতে পারে। হুয়াওয়ে পি৩০ ও পি৩০ প্রো তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর ব্যাপারে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন টেকমাস্টার ব্লগে।