স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরে শাওমি মি ৯
চীনে উন্মোচিত হয়েছে বহুল আলোচিত স্মার্টফোন শাওমি মি ৯। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেট, থ্রিপল রিয়ার ক্যামেরাসহ আরো অনেক আকর্ষণীয় ফিচার।
ডিসপ্লে:
ফোনটিতে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। স্ক্রিন-টু-বডি রেশিও ৮৬.২% এবং রেশিও ১৯.৫:৯। ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটিতে গরিলা গ্লাস ৬ ব্যবহার করা হয়েছে।
চিপসেট:
ডিভাইসটিতে কোয়ালকমের সর্বশেষ প্রসেসর স্ন্যাপড্রাগণ ৮৫৫ ব্যবহার করা হয়েছে। এর জিপিউ আড্রিনো ৬৪০।
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ফোনটিতে থাকছে না কোনো মেমরি কার্ড স্লট।
ক্যামেরা:
ফোনটির পেছনে থ্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৪৮ (প্রাইমারি সেন্সর), ১৬ (ওয়াইড এঙ্গেল লেন্স) ও ১২ (টেলিফটো লেন্স) মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ২০ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
ক্যামেরা নিয়ে বিস্তারিত পড়ুনঃ শাওমি মি ৯ ক্যামেরা কেমন হবে?
ব্যাটারি ও ওএসঃ
এতে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট ব্যাটারি চার্জিং ২৭ ওয়াট এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২০ ওয়াট। ওয়্যারলেসের মাধ্যমে চার্জ দেওয়ার জন্য কিনতে হবে আলাদা চার্জিং প্যাড এবং তা দিয়ে চার্জ দিতে ৪০ মিনিট সময় লাগবে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং শাওমির নিজস্ব এমআইইউআই ১০।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে রেডিও এবং হেডফোন জ্যাক নেই।
আরো পড়ুনঃ উন্নত ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এ মি ৯!
রঙ ও দামঃ
শাওমি মি ৯ বাজারে আসবে পিয়ানো ব্ল্যাক, ওশান ব্লু, ভায়োলেট এবং ট্রান্সপারেন্ট রঙে।
শাওমি মি ৯ এর মূল্য ধরা হয়েছেঃ
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম- ২ হাজার ২৯৯ ইউয়ান (প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা)
- ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম- ৩ হাজার ৯৯৯ ইউয়ান (প্রায় ৫০ হাজার টাকা)
ফোনটি আপাতত চীনের জন্য উন্মোচন করা হয়েছে। বিশ্ব বাজারের জন্য কবে থেকে উন্মোচন করা হবে তা বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জানানো হবে।