অ্যান্ড্রয়েডসর্বশেষ টেক নিউজ

অ্যান্ড্রয়েড ৯ পাই: ৩ শাওমি ডিভাইসে

শাওমির ইঞ্জিনিয়ার, জাং গুওকুয়ান, গতকাল উইবোতে শাওমি স্মার্টফোনের উন্নতি ও আয়োজনের ব্যাপারে অবগত করেন।

জনাব জ্যাং বলেন, ২ বছরের পুরনো শাওমি মি ৬, মি মিক্স ২, নোট ৩ এই পাই আপডেট পাবে শীঘ্রই। এছাড়াও, শাওমির মি ৬, সবচেয়ে দামী ডিভাইস, যেটি ২০১৭ তে রিলিজ পেয়েছিলো, গেম টার্বো আপডেট পাবে, যা জিপিউ ড্রাইভার, গেমিংকে করবে আরো নিখুত

ঐ রিপোর্টে যদিও সঠিক কোন সময় নির্ধারিত হয় নি, বাট এটা নিশ্চিত যে, এই ৩ ডিভাইসে আপডেট আসছেই।

আরো পড়ুনঃ শাওমি মি ৯ ক্যামেরা কেমন হবে?

মূলত আগের দামী ঐ ডিভাইসগুলোর সাথে বর্তমান গ্ল্যাগশীপ গুলো দূরত্ব ঘোছাতেই এই আপডেটের কারন এখন এর চেয়েও কমে শাওমি মি ৯ ও মি ৯ এস ই এসে পড়েছে। দিন দিন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উপহার দেওয়ার পাশাপাশি নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এর মাধ্যমে শাওমি তাদের ইউজারদের মন জয় করে যাচ্ছে।

উল্লেখ্যঃ এই স্মার্টফোন ব্র্যান্ড ভারতে ১ নাম্বার হয়েছে সম্প্রতি এবং ইউরোপিয়ান মার্কেটেও তাদের আসন পাকাপোক্ত করছে ইউক্রেইনে ১ম হয়ে।

দেখা যাক শাওমি’র এই পলিসি বাংলাদেশে কি কি পরিবর্তন করে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।